দুর্নীতি বিরোধী আন্দোলনে তথ্য প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published: 14 Dec 2017   Thursday   

বৃহস্পতিবার দুর্নীতি বিরোধী আন্দোলনে তথ্য প্রযুক্তি ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে সাবারাং রেস্টুরেন্টে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সনাক সভাপতি চাঁদ রায়। প্রশিক্ষন পরিচালনা করেন টিআইবি’র আউটরিচ এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র প্রোগ্রামম্যানেজার জাহিদুল ইসলাম ও প্রোগ্রাম ম্যানেজার বরকত উল্লাহ বাবু। প্রশিক্ষণে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এবংইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোট ফ্রেন্ডস (ইয়েস ফ্রেন্ডস) সদস্যদের অংশ গ্রহন করেন।

 

প্রশিক্ষণে তথ্য প্রযুক্তি কিএবং কেন, সামাজিক যোগযোগের মাধ্যম, দুর্নীতি বিরোধী আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, জনসাংবাদিকতা এবং ভিডিও এডিটিং সম্পর্কে আলোচনা ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।

 

প্রশিক্ষণের সমাপনী পর্বে সনাক সহসভাপতি ও ইয়েস উপকমিটির আহ্বায়ক অমলেন্দু হাওলাদার বক্তব্যে এ প্রশিক্ষণে তথ্য ও প্রযুক্তি বিষয়ে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে তা ইয়েস এবং ইয়েস সদস্যবৃন্দের চর্চা করার জন্য আহ্বান জানান।

 

সমাপনী বক্তব্যে সভাপতি চাঁদ রায় বলেন“প্রশিক্ষণে অংশগহ্রণকারীবৃন্দ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দেয়ার জন্য আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি বিরোী ভিডিও বার্তা ছড়িয়ে দেয়ার দক্ষতা অর্জনে ইয়েস ও ইয়েস সদস্যবৃন্দ সক্ষম হবে বলে তিনি প্রত্যাশা করেন”।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত