শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে রাঙামাটিতে তাঁতী দলের আলোচনা সভা

Published: 14 Dec 2017   Thursday   

শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস ও বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল রাঙামাটি জেলা শাখার উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা কর্ণেল মনিষ দেওয়ান। তাঁতীদল রাঙামাটি জেলার সভাপতি আব্দুল গণি মজুমদার এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজ্বী মোঃ শাহআলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভেকেট সাইফুল ইসলাম পনির প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের পটভূমি তৈরিতে শহীদ বুদ্ধিজীবীগণ তাঁদের মেধা ও মনন দিয়ে এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। তাই পরাজয়ের প্রতিহিংসা চরিতার্থ করতেই স্বাধীনতা বিরোধী শক্তি বেছে নিয়েছিল ওই নৃশংসতম হত্যাকান্ড। পাকিস্তানের সামরিক জান্তা পরাজয়ের আগমুহুর্তে পরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা করেছিল জাতির অগ্রণী শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকসহ বুদ্ধিজীবিদের।

 

তারা চেয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশে যাতে আর কখনো এই ধরনের বর্বর হত্যাকান্ডের আর পুনরাভিত্তি না ঘটে তাই সকল নেতা-কর্মী সজাগ থাকার আহবান জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন বুদ্ধিজীবি হত্যাকান্ডের ঘটনার মতোই বর্তমান সরকারও বিরোধীমতের নেতাকর্মীদের গুম-খুনসহ অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে। এমতাবস্থা থেকে উত্তরনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে উজ্বীবিত হয়ে দেশ রক্ষায় চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষিত আন্দোলনের জন্যে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত