বরকলে আওয়ামীলীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৮

Published: 14 Dec 2017   Thursday   

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটির বরকল উপজেলার এরাবুনিয়া গ্রামে আওয়ামীলীগ ও যুব লীগের দু পক্ষের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার এরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও গ্রামবাসীরা জানায়,বৃহষ্পতিবার দুপুরে মোতালেব মুন্সীর জামাই শাহাদাৎ হোসেন এরাবুনিয়া বাজার থেকে মোটর সাইকেলে যাত্রী নিয়ে ভুষণছড়া বাজারে গেলে মোটর সাইকেল মালিক সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ ইলিয়াছ মোটর সাইকেল থামিয়ে শাহাদাৎ কে বলে কেন চোখে সান গ্লাস দেয়নি এবং দু জনের পরিবর্তে কেন তিনজন যাত্রী নিয়ে সমিতির নিয়ম ভঙ্গ করা হলো। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে মোতালেব মুন্সী ও দলবল নিয়ে রাস্তা অবরোধ করলে সেখানে আবার ও দু পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া  এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু পক্ষের ৮জন আহতসহ ৬টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও ছোটহরিনা জোনের বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, ভুষণছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও মোটর সাইকেল সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ (৪০) জুয়েল (২৫) ইলিয়াছ (৩২)  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মেম্বার মোতালেব মুন্সী (৫৫) মোঃ আক্তার (২৫) মিরাজ (১৯) জাহেদা আক্তার (১৮) ও গিয়াস উদ্দিন (৩৫)  আহত হয়। দু পক্ষের মধ্যে  ইলিয়াছ মাথায় ও মোতালেব মুন্সী মুখে ও নাকে মারাত্মক আঘাত পায়। তাদের কে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন জানান, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এ অনাকাংখিত ঘটনা ঘটানো হয়েছে।

 

 বরকল থানার ওসি মফজল আহম্মদ খান জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। দু পক্ষের লোকজন চিকিৎসার জন্য জেলা সদরে নেয়া হয়েছে। এখনো পর্ষন্ত কোন পক্ষ মামলা করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত