দোষীদের গ্রেফতারসহ বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি

Published: 14 Dec 2017   Thursday   

রাঙামাটির নানিয়ারচরে সাবেক ইউপি মেম্বার অনাদী রঞ্জন চাকমা হত্যার বিচার ও নব্য মুখোশ বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।

 

দুপুরের দিকে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের মাধ্যমে স্বরাষ্টমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। স্মারকলিপি প্রদানকালে এসময় নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা, সাবেক্ষ্যং ইউপি’র মেম্বার অনিকা চাকমা,নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কুমন্ত চাকমা, প্রীতিবালা চাকমা, স্থানীয় কারবারী প্রীতিবালা চাকমাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপিতে এলাকায় শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নানিয়ারচর সদর ইউপির সাবেক মেম্বার অনাদী রঞ্জন চাকমা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, অবিলম্বে নব্য মুখোশ বাহিনী সদস্যদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের নির্দেশ দেয়াসহ তিন দফা দাবি জানানো হয়েছে।

 

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গত ১৫ নভেম্বর থেকে তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও শ্যামল কান্তি চাকমা ওরফে তরুর নেতৃত্বে নব্য মুখোশ বাহিনী নামে  ২০ জনের একটি দল নানিয়ারচর এলাকায় অবস্তান করে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ বাহিনীর ভয়ে নানিয়ারচর উপজেলার ১নং সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমাসহ বেশ কয়েকজ জনপ্রতিনিধি ও সাধারন লোকজন ঘরবাড়ি ছেড়ে আত্নগোপণে করতে বাধ্য হয়েছে। এছাড়া বাহিনীর সদস্যরা এ পর্ষন্ত ৩ জনকে অপহরণসহ এলাকায় চাঁদাবাজি, প্রাণনাশর হুমকি, নিরীহ লোকজনের উপর শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য,গেল ৫ ডিসেম্বর নানিয়ারচরের দজরপাড়া নামক জায়গায় তার নিজ বাড়িতে গিয়ে সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নানিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত