অবশেষে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমী পূনাঙ্গ রুপ পেলো

Published: 14 Dec 2017   Thursday   

অবশেষে পূনাঙ্গরুপে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমী পেলো নতুন অফিস কক্ষ। এতদিন উপজেলা পরিষদ মিলনায়তনের পেছনে অস্হায়ীভাবে শিল্পকলা একাডেমীর অফিস ব্যবহৃত হলেও বর্তমান শিল্পকলা একাডেমীর সভাপতি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের আন্তরিক সহযোগীতায় স্হায়ীভাবে কাপ্তাই শিল্পকলা একাডেমী পেলো এই নতুন অফিস।

 

উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফনিন্দ্র লাল ত্রিপুরা এবং যুগ্ম সম্পাদক ঝুলন দত্ত জানান, এতোদিন শিল্পকলা একাডেমীর জন্য বরাদ্দকৃত অফিসটি ব্যবহারের অনুপযোগী ছিল। বর্তমান নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় অফিসটিকে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেই সাথে তিনি শিল্পকলা একাডেমীর জন্য নতুন আসবাবপত্র, আলমারি এবং যন্ত্রপাতি কিনে আনেন। বর্তমানে সম্পূর্ণরুপে এই অফিসটি ব্যবহারের উপযোগী হয়ে উঠে।

 

কাপ্তাই শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক মংসুপ্রু মার্মা, নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, বেতার শিল্পী মো: রফিক, বিপুল বড়ুয়া, রওশন শরীফ তানি উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি তারিকুল আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

 

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর নতুন অফিস উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে নতুন অফিসের উদ্বোধন করেন। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ সহ কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য এবং শিল্পীরা উপস্হিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমী শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত