কাপ্তাইয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচির শিক্ষাবর্ষের সেরা সংগঠক সম্মাননা

Published: 14 Dec 2017   Thursday   

বৃহস্পতিবার কাপ্তাইয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচি ২০১৭ শিক্ষাবর্ষের পুরস্কারের বই হস্তান্তর ও সেরা সংগঠক সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

 

সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট( সেকায়েপ)  প্রকল্পের আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম।পাঠাভ্যাস উন্নয়ন কর্মসুচীর মনিটরিং অফিসার তারেক মানোয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং রাজস্হলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হক।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি কাপ্তাই, বিলাইছড়ি এবং রাজস্হলী উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কারের বই হস্তান্তর করেন এবং সেই সাথে ২০১৭ সালের সেকায়েপ প্রকল্পের আওতায় সেরা সংগঠকের পুরস্কার তুলে দেন কাপ্তাই বিদুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষিকা নীলিমা আক্তারের হাতে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, ছাত্র ছাত্রীদের সৃজনশীল মেধা বিকাশে বই পড়ার কোন বিকল্প নাই। পাঠ্যবিষয়  এর বাহিরে দেশ বিদেশী বিভিন্ন লেখকের বই পড়লে শিক্ষার্থীদের মননশীলতা বিকশিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ দেশ এগিয়ে গেছে অনেকদূর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে  বিশ্বের দরবারে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত