বিলাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

Published: 14 Dec 2017   Thursday   

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিলাইছড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ আলম এবং বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ।


আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে পরবর্তী দেশ পরিচালনার জন্য প্রয়োজন বুদ্ধিজীবীর। তাই বাংলাদেশকে অচল করতে, দেশের ভবিষ্যৎকে পঙ্গু করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। কিন্তু তারা তাদের সেই ষড়যন্ত্রকে পুর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারেনি।


বক্তারা দেশ ও জাতীয় স্বার্থে সকলকে শহীদ বুদ্ধিজীবীদের চেতনাকে ধারণ করে সবাইকে সামনে এগোতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত