কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীনের কবরে পুষ্প অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপণ

Published: 15 Dec 2017   Friday   

৭১ স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের তৎকালিন ম্যানেজার ছিলেন আ কা ম শামসুদ্দীন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেই সময়ে কাপ্তাই পানি বিদ্যু কেন্দ্রে বসবাসকারী লোকজন নিরাপদ আশ্রয়ে সরে গেলেও দায়িত্ববোধ এর কারনে তৎকালিন প্রজেক্ট ম্যানেজার শামসুদ্দীন কাপ্তাই এ রয়ে যান। কিন্ত ১৯৭১ সালের ১৫ এপ্রিল তাঁর জীবনে নেমে আসে বিভীষিকাময় একদিন। পাকিস্তানি হানাদার বাহিনী তার এদেশীয় দোসরদের সহায়তায় তাকে কাপ্তাই বাঁধের পাশে নিয়ে গিয়ে নির্মম ভাবে হত্যা করে।

 

১৫ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে কাপ্তাই এর সর্বস্তরের জনগনের পক্ষ থেকে কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রে অবস্হিত তার কবরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শুক্রবার শহীদ শামসুদ্দীনের কবরে পুষ্প অর্পনের মাধ্যমে তাকে  শ্রদ্ধা জানানো হয়।

 

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, উপজেলা আ`লীগের সভাপতি অংসুচাইন  চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত