কাপ্তাইয়ে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন

Published: 15 Dec 2017   Friday   

মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে শুক্রবার  ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা ক্রীড়া সংস্হার আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ,আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবু এবং সদস্য মো: ইসমাইল ও কল্যান তংচংগ্যা উপস্হিত ছিলেন।। ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ছাত্র ছাত্রী অংশ নেয়।

 

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন,শীতকালে ধান কাটার পর গ্রামাঞ্চলের ছেলে মেয়েরা মাঠে ঘুড়ি উড়াতো। কার ঘুড়ি কত উপরে যাবে সেটা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেতো। সভ্যতার বির্বতনের ফলে এখন আগের মতো গ্রামাঞ্চলে সেই ঘুড়ি উড়া চোখে পড়ে না। জনসংখ্যা বৃদ্ধির ফলে এখন খেলার মাঠ সংকোচিত হয়ে পড়েছে। তাই ছেলেমেয়েরা এখন এসব গ্রামীণ খেলাধূলার পরির্বতে ব্যস্ত হয়ে পড়েছে মোবাইল গেমে। তাই ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতার মাধ্যমে আজকের প্রজন্মকে একটু শেখড়ের দিয়ে নিয়ে যাবার জন্য কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্হার এই আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত