মহালছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

Published: 16 Dec 2017   Saturday   

খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

 

শনিবার সকাল ৬টা থেকে  সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিশাল আনন্দ র‌্যালীর মাধ্যমে মহালছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়।

 

 পুষ্পস্তবক অর্পণের পর প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ এর উদ্বোধন করেন এবং অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহন করেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এসয় অভিবাদন মঞ্চে  আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি ও মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মো: জবাইরুল হক। প্যারেড পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি।

 

প্যারেড এ  উপজেলার বিভিন্ন স্কুল হতে আগত স্কাউটদল, পুলিশ বাহিনীর সজ্জিত দল ও এপিবিএন এর ব্যান্ডদল অংশগ্রহন করেন। প্যারেড এর অভিবাদন শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন ও দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও সুদূর চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের নিয়ে বিজয় কনসার্ট আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত