যথাযোগ্য মর্যাদায় পানছড়িতে বিজয় দিবস উদযাপিত

Published: 16 Dec 2017   Saturday   

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়িতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

 

শুক্রবার সকাল ৬টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়  শ্রদ্ধা নিবেদন। পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পানছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজুানুর রহমানের নেতৃত্বে  থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেবের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আল আমিন ও সাধারন সম্পাদক মোঃ নাজির হোসেনের নেতৃত্বে উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিকের নেতৃত্বে উপজেলার ছাত্রলীগ, উপজেলা বিএননপি সভাপতি মোঃ বেলাল মেম্বারের নেতৃত্বে উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠন, জাতীয় পার্টি,চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা নেতেৃত্বে লোগাং ইউপিসহ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এরপর লতিবান ইউনিয়নের উদ্যোগে পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও লতিবান ইউপি চেযারম্যান পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে  শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সকাল ৯টায় আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনসহ সাদা কবুতর উড়িয়ে মহান বিজয় দিবস উদ্বোধন করেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা বাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমা ও সাধারন সম্পাদক মোঃ শাহজাহান কবির সাজু, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া ও সাধারন সম্পাদক জয়নাথ দেব, ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরাসহ উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

সকাল ১০টায় উপজেলা পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুশখাওয়াজে অংশগ্রহণ করে এবং পানছড়ি উপজেলা মাঠে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত