খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Published: 16 Dec 2017   Saturday   

শুক্রবার খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ভোরে খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালীস্থ শহীদদের স্মৃতি ফলকে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

 

এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রিজিয়ন কামান্ডার নবাগত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, পৌর মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা আওয়ামীলীগ-বিএনপিসহ সরকারীও বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন সংগঠন এবং সর্বস্থরের মানুষ শ্রদ্ধা জানান।

 

স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এছাড়া ভোর থেকে বিভিন্ন ধর্মীয় উপসানলয়ে চলে সমবেত প্রার্থনা।

 

ঘন কুয়াশা উপেক্ষা করে জেলা সদরের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

 

জেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা করে।  এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আ: জব্বার, নিমলেন্দু চৌধুরী, মংশেপ্রু চৌধুরী অপু, মনির খান, যুবলীগের যতন ত্রিপুরা এবং মেহেদী হাসান হেলালসহ অঙ্গ সংগঠনের নেতাকার্মীরা।

 

জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক  জাহেদুল আলম সমর্থিত নেতাকর্মীরা সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করে। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠোয়ারী, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, জেলা মহিলা লীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী, সা: সম্পাদিকা শাহীনা আক্তার এবং শ্রমিকলীগের আহবায়ক নুরনবীসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত