ইউপিডিএফ নেতা হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটি জেলায় অর্ধ দিবস অবরোধ

Published: 16 Dec 2017   Saturday   

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়ার মৌনপাড়া গ্রামে ইউপিডিএফের নেতা অনল বিকাশ চাকমা ওরফে প্লুটোকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার রাঙামাটি জেলায় রাঙামাটি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌ-পথ অবরোধ ডেকেছে সংগঠনটি।


নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি রাঙামাটি শাখার সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করা হয়, শনিবার দিবাগত রাতে নব্য মূখোশ বাহিনীর একদল দুর্বৃত্ত রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা এলাকায় ধামাই ছড়ার মৌন পাড়া নামক গ্রামে ইউপিডিএফ’র স্থানীয় সংগঠক অনল বিকাশ চাকমাকে ঘুম থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার করে। এ ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়েছে প্রেস বার্তায়।


প্রেস বার্তায় নব্য মুখোশ বাহিনীর বেপরোয়া খুন-সন্ত্রাস-চাঁদাবাজীর প্রতিবাদে এবং সাবেক ইউপি মেম্বার অনাদী রঞ্জনচাকমা ও অনল বিকাশ চাকমা’র খুনীদের গ্রেফতার ও নব্য মুখোশ বাহিনীর বিরুদ্ধে আইনীব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাঙামাটি জেলায় অর্ধ দিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌ-পথ অবরোধের ঘোষনা দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত