কাপ্তাইয়ে বিজয় দিবস উদযাপন

Published: 16 Dec 2017   Saturday   

নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত হলো।

 

দিনটি উপলক্ষে উপজেলার সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এ দিন সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এ উপলক্ষে কর্ণফুলী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্যারেড কমান্ডার এএসআই আব্দুল আলীমের নেতৃত্বে কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন।কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও স্কাউটরা অংশগ্রহণ করে।এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনও তারিকুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,সুব্রত বিকাশ তনচংগ্যা,সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল,কাপ্তাই থানাই ওসি সৈয়দ মোহাম্মদ নুর,চন্দ্রঘোনা থানার ওসি মাহমুদুল হাই,রাঙামাটি মহিলা এমপির প্রতিনিধি ইবরাহীম খলিল সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক জনগন উপস্থিত ছিলেন।কুচকাওয়াজ শেষে ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।এছাড়া মহিলাদের ক্রীড়া,উপজেলা প্রশাসন একাদশ বনাম স্থানীয় গণ্যমান্য একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সবশেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম।বক্তব্য রাখেন এএসপি আসলাম ইকবাল,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী,মহিলা এমপির প্রতিনিধি মোঃ ইবরাহীম খলিল প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত