রাঙামাটিতে হানাদার মুক্ত দিবস পালন

Published: 17 Dec 2017   Sunday   

রোববার রাঙামাটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।


সকালে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এম এ আলী স্মৃতি স্তম্ব চত্বরে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে তৎকালীন শেখ ফজলুল হক মনি’র নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর দুই বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লেঃ কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় ৭১ সালে রাঙামাটিতে যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে রাঙামাটির মুক্ত দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


প্রসঙ্গতঃ উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর রাঙামাটি জেলায় হানাদার মুক্ত দিবস ঘোষনা করা হয়েছিল। এই দিনে মুক্তিযোদ্ধারা রাঙামাটি শহরে প্রবেশের পর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পালিয়ে যায়। ওই দিন সকালে রাঙামাটি শহরে পুরাতন ডিসি অফিস (বর্তমান উন্নয়ন বোর্ড অফিস) সামনে তৎকালীন ছাত্রনেতা কর্ণেল মণীষ দেওয়ান ও মুক্তিযোদ্ধা শাসুদ্দোহা স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া এই দিন বেলা ২টায় হেলিকপ্টরযোগে রাঙামাটি আসেন জাতীয় নেতা শেখ ফজুলুল হক মনি এবং মিত্র বাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের অধিনায়ক জেনারেল সুজন সিং ওভান তারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে বিশাল জনসভায় ভাষন দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত