মহান বিজয় দিবস উপলক্ষে রাবিপ্রবি’র উদ্যোগে শহীদ মিনারে পুস্প স্তবক অপর্ণ ও আলোচনা সভা

Published: 16 Dec 2017   Saturday   

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উদ্যোগে শহীদ মিনারে পুস্প স্তবক অপর্ণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।


ভোরের দিকে রিজার্ভমুখস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্নত্যাগ করা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অপরদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়েজিন করা হয়। আলোচনা সভায় রাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী জনাব দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক।

 

এছাড়া অনুষ্ঠানে পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, মনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মকচারীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী জনাব দীপংকর তালুকদার শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের পটভূমি এবং ইতিহাস তুলে ধরে বলেন আমাদের পরবর্তী প্রজন্ম - উপস্থিত ছাত্র-ছাত্রীদের এই বাংলাদেশের পতাকা হাতে বহন করতে হবে। এই মুক্তিযুদ্ধ, এই বিজয় আমরা যেন বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী যেন আমরা এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারি।


তিনি আরো বলেন, বিজয় দিবস, মুক্তিযুদ্ধে বিজয় এটা আমাদের অহংকার। আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজয় অর্জন করেছি। এই অহংকার, এই গর্ব যেন কখনো মলিন না হয়।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মহোদয় বলেন, এই বিজয় দিবস না হলে, আমাদের এই দিনে বিজয় অর্জিত না হলে আমরা স্বাধীন বাংলাদেশ হতে পারতাম না। এই অর্জনকে ধরে রাখতে হবে। আমাদের স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সমসময় বলে থাকেন আমরা সোনার বাংলা গড়তে চায়, যেটা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব।


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব ফিরোজা বেগম চিনু তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দরভাবে লেখাপড়া করার উপদেশ ও তাদের সাফল্য কামনা করেন। তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা এক এক ক্ষেত্রে বিজ্ঞানী হয়ে ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত