কাপ্তাইয়ে সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 17 Dec 2017   Sunday   

মাসব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানমালার অংশ হিসেবে রোববার কাপ্তাইয়ে সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাইয়ে  কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রাইফেল ক্লাবের সহযোগিতায় কাপ্তাই ওয়াগ্গা চা বাগানে সুটিং প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ও  প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।   উপজেলা রাইফেল ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ওয়াগ্গা চা বাগানের ব্যবস্হাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ট পিন্টু , ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা, সংরক্ষিত মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম খলিল, উপজেলা রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

 

প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলা বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম হন মংসিং মার্মা, দ্বিতীয় হন হারুনুর রশীদ এবং তৃতীয় হন সরবিন্দু বেপারি। মহিলা বিভাগে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হন ফারহানা চৌধুরী, লুৎফর নাহার এবং রহিমা আক্তার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত