পানছড়িতে ১৫দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন

Published: 17 Dec 2017   Sunday   

রোববার খাগড়াছড়ির পানছড়িতে ১৫দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।


পানছড়ি উপজেলার মাঠে বিজয় মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতিয় শরনার্থী প্রত্যাবাসন ও পূর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমেদ খান, ১৪ই বেঙ্গল খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে.কর্ণেল জিএম সোহাগ, ৩ বিজিবি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃ রফিকুল হাসান, পানছড়ি সাব-জোন অধিনায়ক মেজর রফিকুল ইসলাম, পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম, পানছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক লোকমান হোসেন, কেন্দ্রীয় মহিলা আ’লীগের সদস্য বাসন্তা চাকমা, পানছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া, সাধারন সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক প্রমূখ।

 

প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, সকল সম্প্রদায়ের ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ। সবাই দৃঢতার সহিত সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন করি। এ বিজয় মেলা সম্প্রীতির মেলা। এ ধরনের সম্প্রীতির মেলার মাধ্যমে পাহাড়ের শান্তি, সম্প্রীতি আরো দৃঢ হবে। 

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব এক মৃত্যুঞ্জয়ী এক বীরের নাম। তিনি কখনো আপোষ করেননি। সদা সর্বদা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত ছিলেন সম্প্রীতির দৃঢচেতা। তাঁরই পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্টাসহ সম্প্রীতি বজায় রাখার দৃঢতার সাথে কাজ করে যাচ্ছেন।

 

তিনি পাহাড়ে সম্প্রীতি দৃঢতার কথা ব্যক্ত করে আবারও আগামীতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত