রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত

Published: 19 Dec 2017   Tuesday   

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমা প্লুটো’র খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মঙ্গলবার  রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে রাঙামাটি শহরে অবরোধের কোন প্রভাব ফেলতে পারেনি। যান চলাচল স্বাভাবিক ছিল।

 

নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি’র ডাকে এ অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধের সমর্থনে সকাল থেকে বিভিন্নস্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং টায়ার জ্বালানো হয়। অবরোধ শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করায় ‘নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি সকল সড়ক-নৌযান মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও জেলাবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছে প্রেস বার্তায়।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতিকে অশান্ত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহল কতিপয় দুষ্কৃতকারীকে দিয়ে নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করেছে। দীর্ঘ এক মাস যাবৎ এই বাহিনীর সন্ত্রাসীরা  নানিয়াচর এলাকায় সশস্ত্র তান্ডব চালিয়ে ত্রাস সৃষ্টি করছে। ইতিমধ্যে সন্ত্রাসীরা সাবেক ইউপি মেম্বার অনাদী রঞ্জন চাকমা ও ইউপিডিএফ সংগঠক অনল বিকাশ চাকমাকে গুলি করে খুন করেছে। এছাড়া তারা অপহরণ, জনপ্রতিনিধিদের হুমকি, সাধারণ জনগণের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়সহ নানা অপকর্ম চালিয়ে যচ্ছে। প্রকাশ্যে অস্ত্রসহ ঘোরাফেরা করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না

 

প্রেস বার্তায় অবিলম্বে অনল বিকাশ চাকমা ও অনাদী রঞ্জন চাকমার খুনী নব্য মুখোশ বাহিনীদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদান ও তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গেল শুক্রবার দিবাগত রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউপি’র ধামাইছড়া মৌনপাড়ায় হানা দিয়ে ইউপিডিএফ’র সংগঠক অনল বিকাশ চাকমাকে গুলি করে হত্যা করে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত