রাঙামাটির রিজার্ভ বাজারের বাস ষ্টেশন এলাকায় অগ্নিকান্ডে ৮টি দোকানসহ শতাধিক বাড়ী পুড়ে গেছে

Published: 20 Dec 2017   Wednesday   

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ২ নং পাথর ঘাটা এলাকায় গেল মঙ্গলবার মধ্যরাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৮ টি দোকান ও শতাধিক বসত বাড়ী পুড়ে গেছে।


জানা যায়, শহরের রিজার্ভ বাজার ২ নং পাথর ঘাটা এলাকায় গেল মঙ্গলবার মধ্যরাত আড়াইটায় একটি চায়ের দোকানের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে প্রায় ৮ টি দোকান ও শতাধিক বসত বাড়ী পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সেনা বাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কাপ্তাই উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অগ্নিকান্ডে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর জানা যায়নি। এদিকে খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে আনা পর্যন্ত ঘটনাস্থলেই অবস্থান করে প্রত্যক্ষ করেন।


রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক গোলাম মোস্তফা জানান, রাঙামাটি ও কাপ্তাই ফায়ার সার্ভিসের ৫০ জনের দমকল কর্মী দীর্ঘ প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে রাত চারটার সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি তাৎক্ষনিকভাবে আগুনের কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত