লক্ষ্মীছড়িতে পিসিপি’র বিক্ষোভ-সমাবেশ

Published: 20 Dec 2017   Wednesday   

 শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপির উত্থাপিত ৮দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) লক্ষ্মীছড়ি থানা শাখা।

 

পাহাড়ি ছাত্র পরিষদ লক্ষ্মীছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার দুপুর ১টায় দেওয়ানপাড়া প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাস্টার পাড়া ঘুরে আবার দেওয়ান পাড়া প্রাথমিক বিদ্যালয় বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাথার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভাশীষ চাকমা ও লক্ষ্মীছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক নয়ন চাকমা। এছাড়া মিছিল ও সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের লক্ষ্মীছড়ি থানা শাখার সভাপতি রেশমি মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি থানা শাখার সভাপতি রিপন চাকমা উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে সকল শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং নানিয়রচর কলেজের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপি’র উত্থাপিত ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত