জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদকের পদত্যাগ

Published: 20 Dec 2017   Wednesday   

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা পদত্যাগের খবর পাওয়া গেছে।

 

এদিকে, জুরাছড়ি উপজেলায় অবশেষে সাত দিন পর নৌ-যান চলাচল শুরু হয়েছে। প্রশাসনের সহযোগীতায় বুধবার সকালে রাঙামাটি থেকে এবং উপজেলা থেকে যথারীতি লঞ্চ ছেড়েছে।

 

জানা যায়, মঙ্গলবার জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এ নিয়ে এ পর্যন্ত জুরাছড়ি উপজেলা আওয়ামী আওয়া, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ, সেচ্ছা সেবক লীগের ৩২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। এছাড়া কৃষক লীগ সম্পূর্ন বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

 

মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রমথ কান্তি চাকমা তার পদত্যাগের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান । তিনি পদত্যাগে দীর্ঘ দিন যাবত ডায়াবেটিস রোগ ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেন।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা সাধারণ সম্পাদকের  পদত্যাগের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।

 

এদিকে জুরাছড়ি উপজেলায় ১৩ নভেম্বর অঘোষিতভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। কে বা কারা মুঠোফোনে একাধিক চালকের লঞ্চ ও দেশীয় ইঞ্জিন চালিত বোট না চালাতে হুমকি দেয়া হয়। এতে নিরাপত্তাজনিত কারণে উপজেলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে চালকরা। স্থানীয় কৃষকদের স্থানীয় ভাবে উৎপাদিত কাচামাল শাক-সবজি সঠিক সময়ে রাঙামাটি ও সুভলং বাজারে বিক্রি করতে না পারায় লোকসানের মূখে পড়তে হয়েছে।

 

জুরাছড়ি থানা ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ জানান, নিবিগ্নে সকল সড়ক ও নৌযান চলাচল করার লক্ষ্যে প্রশাসন সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করেছে। এছাড়া মুঠোফোনে হুমকিদাতাদের চিহিৃত করে দ্রুত আইনের আওয়াতায় আনা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত