রাঙামাটির রিজার্ভ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের ত্রাণ সহায়তা

Published: 20 Dec 2017   Wednesday   

বুধবার শহরের রিজার্ভ বাজার ২নং পাথরঘাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

দুপরের দিকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতলন করেন পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর জেলা পরিষদের কর্মকর্তরা।

 

পরিষদের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৪টি করে মোট ২০০ কম্বল ও ৫ হাজার টাকা করে মোট ৫০ পরিবারকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। 

 

উল্লেখ,গেল মঙ্গলবার মধ্য রাত আড়াইটার  দিকে অগ্নিকান্ডে রিজার্ভ বাজার ইন্দ্রপুরি সিনেমা পার্শ্বস্থ ২নং পাথরঘাটা কলোনীতে প্রায় অর্ধশত বাড়ীঘর ও আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত