হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের ১ম বর্ষপূর্তিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

Published: 20 Dec 2017   Wednesday   

রাঙামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারীর মধ্যে এই রেজিস্ট্রেশন চলবে। চিত্রাঙ্কনের বিষয় থাকবে পাহাড়ি সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্য।

 

বুধবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউতের মাঠ প্রাঙ্গণে হিলর ভালেদী ও হিলর প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।


সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি, সংবাদিক সুপ্রিয় চাকমা শুভ। অনন্ত চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জবা চাকমা,মিল্টন চাকমা,জিটন চাকমা,পারমিতা চাকমা,মঙ্গল চাকমা ও প্রিন্সি চাকমা প্রমূখ।


সভা সূত্রে জানা যায়, দুই সংগঠনের  ১ম বর্ষপূর্তি উপলক্ষে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা চিত্রাঙ্কনে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে তাদের সংগঠনের কার্যকরী কমিটির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এতে মোট  ৩০ জন প্রতিযোগি অংশ গ্রহন করার সুযোগ পাবে। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হবে।


সভায় বক্তারা বলেন, রাঙামাটিতে এই দুই সংগঠন দীর্ঘ এক বছর যাবত কাজ করে আসছে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন “হিলর প্রোডাকশন” এর উদ্যোগে রাঙামাটিতে অনেক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হয়েছে। সংগঠনের উদ্যোগে চাকমা ভাষায় সামাজিক ও শিক্ষামূলক টেলিফিল্ম,শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন “হিলর ভালেদী’ সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পাদন হয়েছে। এ সংগঠনের উদ্যোগে ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণ,রক্তাদান কর্মসূচী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া রাঙামাটিতে কাজ করে যাওয়া এই ব্যতিক্রমধর্মী এই দুই সংগঠন সমাজে আরো অনেক সুনাম অর্জন করতে পারবে।  এজন্য সংগঠনের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।


উল্লেখ্য, সুপ্রিয় চাকমা শুভ’র উদ্যোগে ২০১৭সালের ৬ জানুয়ারী স্বচ্ছাসেবী সংগঠন হিলর ভালেদী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিলর প্রোডাকশনের প্রতিষ্ঠা করা হয়। এ দুই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে রাঙামাটিতে  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত