খাগড়াছড়ির গুইমারা সেক্টরে নানা আয়োজনে পালিত হয়েছে বিজিবি দিবস

Published: 20 Dec 2017   Wednesday   

কেক কাটা, প্রীতি ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে খাগড়াছড়ির গুইমারায় বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ও বিজিবি হসপিটাল গুইমারার জন্মদিন পালন করা হয়েছে।

 

 দিবসটি উপলক্ষে পুরা সেক্টর সদর দপ্তরে ছিলো সাজ সাজ রব। দুপুর ১টায় সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

 

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রীতিভোজে অংশগহন করেন। এসময় অন্যান্যের মাঝে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার এম কামরুজ্জান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রশাসক রাশেদুল ইসলাম, বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল ওয়াহাব, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত