রাঙামাটিতে জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: 21 Dec 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে অনুষ্ঠিত হয়েছে জেলা এনজিও সমন্বয় সভা।

 

জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমাসহ বিভিন্ন সরকারী ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

পরবর্তী সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা শান্তির আলো, প্রগ্রেসিভ, শাপলা, সিএইচটি উইমেনস্ ফোরাম, এইচএসডিও, পাড়া ও হিলেহিলিকে স্ব স্ব প্রকল্পের সকল কার্যক্রম উপস্থাপন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

 


সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান, সকল এনজিও-র ব্যবস্থাপনা ও কার্যক্রম সুন্দর ও নিয়ম মাফিকভাবে সম্পাদন করার পরামর্শ প্রদান করেন। পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সরকারি নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এনজিওদের কাজ করার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত