কাপ্তাই উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনা

Published: 21 Dec 2017   Thursday   

কাপ্তাই উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষনা করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. অাব্দুল মান্নান।

 

বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগনের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।

 

রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পরিচালক দিপক চক্রবর্ত্তী। উপস্থিত ছিলেন,রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মার্মা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা অা`লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কর্ণফুলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী প্রমূখ।

 

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম। 

 

মত বিনিময় শেষে কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নের ৩৪ জন ভিক্ষুকদের সচ্ছলতা ফিরিয়ে অানতে কাপ্তাই উপজেলার সকল চাকুরীজীবিদের ১দিনের বেতন কেটে ২২টি ভ্যান গাড়ি, ৪টি সেলাই মেশিন, ৫বান্ডিল শাড়ি-লুঙ্গি ও ৩জন ভিক্ষুককে ৩টি পান-সিগারেট এর দোকান অনুদান তুলে দেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. অাব্দুল মান্নান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অামরা অনেকটা পথ অতিক্রম করেছি। তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে মানুষের বেকারত্ব চাহিদার দূরীকরণ হচ্ছে। প্রতিটি মানুষ স্বাবলম্বী হয়ে উঠছে। ২০২০সালের মাধ্যে বাংলাদেশ মধ্যম অায়ের দেশে উপনিত হবে। ভিক্ষুক নামটি অার দেশে থাকতে পারবেনা। কাপ্তাই উপজেলার যে সকল ভিক্ষুককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে তাদের নিজস্ব কাজে তাদের প্রত্যেককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত