পানছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদে বিক্ষোভ

Published: 21 Dec 2017   Thursday   

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপি`র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে পানছড়িতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) পানছড়ি ডিগ্রী কলেজে শাখা।

 

পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি ডিগ্রী কলেজ শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এলিশন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বিক্ষোভ মিছিলটি পানছড়ি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পানছড়ি কলেজ গেইট এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে পিসিপি পানছড়ি ডিগ্রী কলেজ শাখার সহ-সভাপতি সুকিরন চাকমা সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এলিশন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সদস্য হিমেল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি কৃপায়ন চাকমা প্রমূখ।

 

সমাবেশ থেকে বক্তারা, পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপির ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত