শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খৃষ্টান পল্লীগুলো অপরুপ সাজে সেজেছে

Published: 23 Dec 2017   Saturday   

খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খৃষ্টান পল্লীগুলো  অপরুপ সাজে সেজেছে।

 

বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ব্যাপ্টিষ্ট চার্চ ও চন্দ্রঘোনা কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চ এর অধীনে মিশন খিয়াং পাড়া, সিএলসি, জুমপাড়া পল্লীগুলোতে ক্রিস্টমার্স ট্রি, ফেস্টুন, ব্যানার, রং বেরংয়ের বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছে। খৃষ্টান পল্লীতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

 

চন্দ্রঘোনা কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট চার্চ এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ক্যাম্প ফায়ার, উপহার বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্টান  অনুষ্ঠিত হয়েছে। কুষ্ঠাশ্রম ব্যাপ্টিষ্ট মন্ডলীর সদস্য নতুন বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আবুল হক, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং, সমাজ সেবক অনন্ত চাকমা প্রমুখ। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে এখন খ্রিস্টিয়ান সম্প্রদায়ের লোকজন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে। আজ চন্দ্রঘোনা মিশন এলাকা খ্রিস্টিয়ান পল্লীতে গিয়ে দেখা যায়, প্রতিটি ঘরকে তারা অপরুপ সাজে সজ্জিত করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত