পানছড়িতে বেসিক ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

Published: 23 Dec 2017   Saturday   

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলার পঞ্চম থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বেসিক ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ১১টায় পানছড়ি উচ্চ বিদ্যালয়ে  এক ঘন্টাব্যাপি এ পরীক্ষা হয়।

 

এ পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য উপজেলার মোট ৬৬৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। তবে পরীক্ষায় ১১১জন অনুপস্থিত ছিল এবং  ৫৫৩জন শিক্ষার্থী  অংশ গ্রহণ করে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে  পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি ও ৮ম শ্রেণি থেকে ১০ ম শ্রেণি শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান সম্বলিত আলাদা আলাদা করে এ পরীক্ষা নেওয়া হয়েছে।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশে বলেন, এ অলিম্পিয়াপের প্রথম বিজয়ী পাবেন ২০ হাজার টাকার প্রাইজবন্ড আর রানার্স আপ পাবেন ১০ হাজার টাকা। মোট ৩টি  লেভেলেই এসব পুরস্কার দেওয়া হবে। এছাড়াও ব্যাক্তিগত ক্যাটাগরিতে  ১০হাজার টাকা আর রানার্স আপ ৫ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত