খাগড়াছড়িতে পরিবার পরিকল্পনা বিষয়ক এডভোকেসি সভা

Published: 24 Dec 2017   Sunday   

আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত দেশব্যাপী পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহের প্রচারাভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

 

এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা ও পরামর্শ সর্ম্পকে আলোচনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: বিপ্লব বড়–য়া, জেলা মাতৃ সদনের সহকারী পরিচালক ডা: আশুতোষ চাকমা।

 

আলোচকরা বাল্য বিবাহরোধসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা সর্ম্পকে জনগণকে অবগত করতে গণমাধ্যমের সহযোগীতা কামনা করে মাতৃ মৃত্যু হার হ্রাসের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত