খাগড়াছড়িতে দৈনিক ইত্তেফাক’র ৬৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 24 Dec 2017   Sunday   

দেশের প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তোফাক’র ৬৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা এবং কেক কাটা হয়েছে।

 

রোববার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

ইত্তেফাক প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্য্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি নুরুল আজম বক্তব্য রাখেন।

 

সভায় বক্তারা মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের আগে ও পরে জনমত গঠন এবং বাঙালির স্বাধিকার আন্দোলনে ইত্তেফাক’র সম্পাদক প্রয়াত সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া’র অসীম সাহসী ভূমিকার গৌরবময় স্মৃতিচারণ করেন।

 

সভাপতির বক্তব্যে বর্ষীয়াণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য ১৯৭৯ সাল থেকে ৩৩ বছর ধরে সাংবাদিকতায় পাহাড়ের সংঘাতময় সময়ের কথা তুলে ধরেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত