লামায় পূর্ব ঘোষিত বুধ ও বৃহস্পতিবার হরতাল প্রত্যাহার

Published: 26 Dec 2017   Tuesday   

লামায় বুধবার অর্ধ দিবস ও বৃহস্প্রতিবার সকাল- সন্ধা  দু`দিনের হরতাল কর্মসূচী প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারী সংগঠন লামা উপজেলা অখন্ডতা রক্ষা পরিষদ।

 

মঙ্গলবার লামা প্রেসক্লাবের মিডিয়া সেন্টারে আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দরা হরতান এ প্রত্যাহারের ঘোষনা দেন।

 

গেল ২৮ ডিডেম্বর সরই ইউনিয়ন মাঠে সরই ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার কার্যক্রম হিসাবে গণশুনানীটি পরবর্তীতে আলোচনা সাপক্ষে করা হবে মর্মে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু`র মৌখিক সিদ্ধান্তে পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচী আপতত প্রত্যাহার করে নেন। তবে আন্দোলনকারীরা হরতালের পরিবর্তে  দুদিনে কর্মসূচী ঘোষনা দিয়েছে। এর মধ্যে ২৭ ডিসেম্বর লামা প্রেস ক্লাবে আলোচনা সভা ও ২৮ ডিসেম্বর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা করা হবে।

 

এদিকে লামা উপজেলার সরই ইউনিয়নকে নতুন করে উপজেলা করার আবেদনে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগের ১১৮ জন নেতাসহ মোট ২৫৩ জন স্বাক্ষরকারীর আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু গত ১৪ ডিসেম্বর একটি গণবিজ্ঞপ্তি জারী করেন। গণবিজ্ঞপ্তিতে উপজেলা সরই, আজিজ নগর, ফাইতং গজালিয়া ইউনিয়নকে বিভক্ত করে সরই ইউনিয়নকে পৃথক উপজেলা করার লক্ষে ২৮ ডিসেম্বর সরই ইউনিয়ন পরিষদ মাঠে বেলা ১১ টায় সর্বস্থরের লোকজনের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

আওয়ামীলীগের গুরুত্ব পূর্ণ এতো গুলো নেতার স্বাক্ষর থাকায় উপজেলার সর্বত্রে আলোচনার কেন্দ্রবিন্দু এখন। তবে স্বাক্ষরিত উপজেলা আওয়ামীলীগে নেতারা দাবী করছে তারা সরই ইউনিয়নকে উপজেলা করার কোন আবেদনে স্বাক্ষর করেনি। আবেদনে আওয়ামীলীগের যে নেতাদের দাবী পদবী উল্লেখ করে নাম ও স্বাক্ষরের ৭ পৃষ্ঠার সংযোক্ত কাগজ গুলি আওয়ামীলীগের মিটিংয়ের নেতা-কর্মীদের উপস্থিতি স্বাক্ষরের কাগজ।

 

এ দিকে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, সরই ইউনিয়নকে উপজেলার করার আবেদনের কাগজ দেখেছি। আবেদনে উপজেলা, পৌর আওয়ামীলীগের এবং সহযোগী সংগঠনের সভাপতি সেক্রেটারীসহ মোট ১১৮ জন নেতা- কর্মীদের স্বাক্ষর রয়েছে। আবেদনে এ কাগজগুলো কিভাবে গেলো এবং কারা এ কাজটি করেছে জানা নেই।

 

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সরইকে উপজেলা করার কোন আবেদনে স্বাক্ষর করিনি। আবেদনে উল্লেখিত স্বাক্ষর গুলি আওয়ামীলীগের নেতা কর্মীদের উপস্থিতির স্বাক্ষরিত কাগজ।  উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী হিসাবে এ ঘটানার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

লামা রক্ষাপরিষদের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সোহেল বলেন, সরইকে উপজেলা করার আবেদনের মূল কপিতে প্রথম তিনজন আবেদনকারীর কোন ঠিকানা উল্লেখ ও পিতার নাম উল্লেখ নেই। ১১৮ জন ব্যথিত অন্য কোন স্বাক্ষরকারীর ঠিকানা উল্লেখ নেই। আমরা গণ শুনানী বাতিলের দাবীতে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর হরতাল কর্মসূচী পালন করার ঘোষনা দেন।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু বলেন, লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নকে প্রশাসনিক কাঠামো হিসাবে উপজেলায় রূপান্তর করার এক আবেদনের প্রেক্ষিতে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক আবেদনটি আমলে নিয়ে গেল ৬ ফেব্রুয়ারী এক পত্রের মাধ্যমে মতামত প্রদানের জন্য আমাকে  নির্দেশ প্রদান করেন।  জেলা প্রশাসকের নির্দেশমত যাচাই বাচাই করে পরিপত্রের নীতিমালার আলোকে মতামতসহ প্রতিবেদন দাখিল করার জন্য গত ৩ জুলাই সহকারী কমিশনার (ভূমি)কে আহবায়ক করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও উপজেলা মৎস কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যে একটি কমিটি গঠন করে দিই। তারা গেল ৩০ অক্টোবর এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত