মানিকছড়িতে সোশ্যাল মার্কেটিং অফ সেইপ এর কর্মশালা

Published: 26 Dec 2017   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়ির মানিকছড়িতে সোশ্যাল মার্কেটিং অফ এর কর্মশালা অনুষ্টিত হয়েছে। দারিদ্র বিমোচন ও টেকশই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ দেশ ব্যাপি ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’(সেইপ) এর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মস্থানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান উদদীন মুরাদ এর সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা। বিশেষ ছিলেন, মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাইঞো মারমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, সমাজ সেবা কর্মকর্তা মো. আবদুল মান্নান পাটোয়ারী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংবাদিক মো. মনির হোসেন,মো. আলমগীর হোসেন,মো. ইসমাইল হোসেনসহ মহিলা মেম্বারগণ, এনজিও প্রতিনিধিরা।


সভায় সোশ্যাল মার্কেটিং অফ সেইপ প্রোগ্রাম অফিসার আবু আজম উক্ত কর্মশালার উদ্দেশ্য ও সরকারের পরিকল্পনার স-চিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।


প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ম্রাগ্য মারমা বলেন, সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বে রুপান্তর করতে‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’(সেইপ) এর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ মাঠ পর্যায়ে এ কর্মশালার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠিকে কর্মসংস্থানে সম্পৃক্ত করতে চায়। দেশের প্রতিটি নাগরিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সম্পৃক্ত হলেই দেশ উন্নত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত