রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটির মতবিনিময় সভা

Published: 27 Dec 2017   Wednesday   

বুধবার রাঙামাটিতে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষাকর্তৃ পক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সহসভাপতি অমলেন্দু হাওলাদার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম এবং সনাক সদস্য গৈরিকা চাকমা। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম।

 

সভায় রাজ দ্বীপ, ঝগড়া বিল ও জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিতকরণ, শিক্ষকদের বাড়ি পরিদর্শন ও বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধি, প্রধান শিক্ষকবৃন্দের সপ্তাহে একবার শ্রেণী কক্ষে উপস্থিত থেকে ক্লাস পর্যবেক্ষণ, প্রতি বৃহস্পতিবার বিদ্যালয়ে সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা এবং পরিস্কার পরিচ্ছন্নতা ও ছাত্রছাত্রীদের ড্রেস কোড মেনে চলা প্রসঙ্গে আলোচনা হয়।

 

মতবিনিময় সভায় রাজ দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চলমানচিত্র তুলে ধরে বলা হয়, রাজ দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা পূর্বের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কিন্তু  জালিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত সৃষ্ঠি হচ্ছে।

 

জেলা প্রাথমিক শিক্ষাকর্মকত াউপস্থিত প্রধান শিক্ষকদের গুনগত শিক্ষা নিশ্চিতকরণে ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক ও নৈতিক গুনাবলী শিক্ষা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

--হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত