রাঙামাটিতে পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত

Published: 28 Dec 2017   Thursday   

প্রকল্প উপকারভোগীদের কাছে ঋনের সেবা সহজলভ্য করার লক্ষে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রধানদের সাথে বৃহস্পতিবার রাঙামাটিতে এক পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


এনজিও সংস্থা গ্রীহনহীলের সন্মেলন কক্ষে সীর্ক প্রকল্পের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল। বক্তব্যে দেন গ্রীহহীলের চেয়ারপার্সন টুকু তালুকদার, গ্রীহনহীলের উপ-নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও মাঠ পর্যায়ে কৃষকরা অংশ নেন।


কর্মশালায় বক্তারা গ্রামীন জনগোষ্ঠীর আর্থ সামাজিকসহ কৃষি ক্ষেত্রে উন্নয়নে কৃষকদের ঋনের সুবিধা পেতে হলে কৃষকেদের সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে হবে পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত