কাপ্তাইয়ে আরএইচস্টেপের প্রজনন স্বাস্থ্য সেবা নিয়ে নিরলস কাজ চলছে

Published: 28 Dec 2017   Thursday   

বৃহস্পতিবার কাপ্তাইয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়ন বিষয়ক এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম(আরএইচস্টেপ) ও ইউবিআর এর উদ্যোগে চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন হাসপাতাল সভা কক্ষে অবহিত করন সভায়ত সভাপতিত্ব করেন মিশন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বিশেষ অতিতি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নরুল আলম, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহম্মদ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসক কর্মকর্তা ডাঃ নিতিশ চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন, আরএইচস্টেপ এর উপজেলা ম্যানেজার মুশফিকুর রহমান। মূল বিষয় তুলে ধরে গুরত্বপূর্ণ বক্তব্য রাখেন,ইউবিআর এর প্রথম পর্বের উপজেলা ম্যানেজার সিমসং চাকমা, সৌমেন খিয়াং, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া প্রমূখ। স্বাগত বক্তব্যে আরএইচস্টেপ এর ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, মূলত আরএইচস্টেপ নারী পুরুষ এবং কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে কাজ করে আসছে।


ট্রেইনার রিমি চাকমা অতিথিদের বিষয়টি অবহিত করনের লক্ষ্যে বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরনে বাংলাদেশ শিশু স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য ও মাতৃৃমৃত্যু হ্রাস করনে কিছুটা অগ্রগতি হলেও যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় তেমন কোন অগ্রগতি নেই বললেই চলে। বাংলাদেশে মোট জনসংখ্যার ৩৩ শতাংসের বয়স ১০-২৪ বছর। এই বিশাল জনগোষ্ঠী শিক্ষার অভাব, লিঙ্গ বৈষম্য, অল্প বয়সে বিয়ে, যৌতুক, চিকিৎসার অভাবসহ নানাবিধ সমস্যা ও সংকটে পড়ে সম্ভাবনাময় জীবনকে অনিশ্চিত করে তুলছে। যা দেশের সুষ্ঠু ও সুন্দর বিকাশে অন্তরায় হয়ে দাড়িয়েছে।

 

দেশে ১৮ বছর হওয়ার আগেই ৭৮শতাংশ কিশোরীর বিয়ে হয়ে যায়। ৬৯ শতাংশ কিশোরী ১৯ বছর বয়সে সন্তান জন্ম দেয়। এতে মাতৃ এবং শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। কিশোর কিশোরী ও তরুন তরুনীদের মাঝে যৌন প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে ধারনা খুবই কম। এই অজ্ঞাতার কারনে তারা ঝুকিপূর্ণ কাজে নিজেদের ঠেলে দিচ্ছে। পারিবারিকভাবেও যৌন প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ে কিশোর কিশোরী এবং তরুন তরুনীদের সাথে কোন রকম তথ্য আদান প্রদান করা হয় না। যৌন প্রজনন স্বাস্থ্য সেবা বিষয় সর্ম্পকে সচেতনাতায় তাদের অনিশ্চিত পথ থেকে ফেরাতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত