রাঙামাটিতে তিন দিন ব্যাপী বৌদ্ধ সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

Published: 29 Dec 2017   Friday   

তিন দিন ব্যাপী বৌদ্ধ সাস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার রাঙামাটিতে সম্পন্ন হয়েছে। বৌদ্ধ সংস্কৃতিকে উন্নয়নের লক্ষে এ প্রতিযোগিদার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতায় রাঙামাটির ৪টি উপজেলাসহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে শতাধিক উপরে শিল্পীরা এ ধর্মীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ করেছে।

 

ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর আয়োজনে রাঙামাটি সদর উপজেলার সাপছড়িস্থ বোধিপুর বন বিহার মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকম। সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন,সাপছড়ি মৌজার মহিলা হেডম্যান কাবেরী রায়, ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক সঞ্চয় চাকমা।


ধর্মীয় আলোচনা সভা শেষে তিন দিন ব্যাপী বৌদ্ধ সাস্কৃতিক প্রতিযোগিতা শতাধিক উপরে অংশগ্রহনকারী ধমীর্য় গান, কবিতা আবৃত্তি ও দেশাত্নবোধক গানের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পরিবেশনায় মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এর আগে বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধর্মীয় দেশনা দেন বোধিপুর বন বিহারের অধ্যক্ষ ও ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা শ্রীমৎ জীন বোধি মহাস্থবির।


ত্রিশরন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সাধারন সম্পাদক সঞ্চয় চাকমা জানান, ধর্মীয়(উন্মুক্ত),দেশের গান ও মায়ের গান, ধর্মীয় নৃত্য(উন্মুক্ত), পালি আবৃত্তি(নির্ধারিত), কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিটি বিষয়ে তিনটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাঙামাটি সদর, বরকল,বাঘাইছড়ি,জুরাছড়ি ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে শতাধিক উপরে প্রতিযোগি অংশ নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত