চন্দ্রঘোনা জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক কর্মশালা

Published: 30 Dec 2017   Saturday   
no

no

শনিবার কাপ্তাইয়ে জেন্ডার ও বাল্যবিবাহ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশন  হাসপাতালের সিএইচ ভবনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মিশন হাসপাতালের উপ পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বক্তব্যে রাখেন খ্রিষ্টান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মার্মা, ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, রাইখালী মৌজার কার্বারী উবাইচিং মারমা, সাংবাদিক কাজী মোশারফ হোসেন,নজরুল ইসলাম লাভলু,মোঃ কবির হোসেন,নারানগিরি মৌজার হেডম্যান উবা থোয়াই চৌধুরী প্রমূখ। কর্মশালায় রাইখালী ও নারানগিরি মৌজার ২২জন হেডম্যান এবং কার্বারী অংশগ্রহন করনে।

 

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম বলেন, পাত্রের বয়স ২১ও কণের বয়স ১৮ এর নিচে কোন বিয়ে আইনগত ভাবে বৈধ নয়। এছাড়া যে কোন ধরনের বিয়ে রেজিষ্ট্রেশন বাধ্যতা মূলক। অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীদের কোন বিয়ে হতে গেলে তা উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি সহ সংশ্লিষ্ট প্রশাসনকে জাননোর জন্য তিনি  উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।

 

 উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতীয়দের মধ্যে এখনও রেজিষ্টেশন বর্হিভূত বিবাহের প্রচলন বলবৎ রয়েছে। এতে বিবাহ পরবর্তীতে অনেক জটিলতা সৃষ্টি হলেও ভূক্তভোগীরা আইনগত কোন সহযোগীতা নিতে পারে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত