রাঙামাটির টিটিসি জামে সমজিদে চট্টগ্রাম সিটি মেয়রের এক লক্ষ টাকার চেক অনুদান

Published: 31 Dec 2017   Sunday   

রাঙামাটি টিটিসি জামে সমজিদে উন্নয়নের লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাছিরের পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদানের চেক  দেয়া হয়েছে।

 

রোববার সিটি মেয়রের  পক্ষে চেক প্রদান করেন সিটির প্রধান মূখ্যনির্বাহী কর্মকর্তা ড.মোস্তাফিজুর রহমান।  এতে চেক গ্রহন করেন রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো.সানা উদ্দিন শেখ।

 

এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো.সানা উদ্দিন শেখ,রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল টোয়ান্টি ফোর জেলা প্রতিনিধি এসএম সামশুল আলম,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক পূর্বদেশ জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিন,রাঙামাটি সাংবাদিক ইউনিয় নের সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি মো.সোলাইমান,সাংবাদিক চৌধুরী হারুন অর রশীদ ও আমাদের সময় জেলা প্রতিনিধি মো.জিয়াউল হক জুয়েলসহ টিটিসি সমজিদ পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ।

 

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান মূখ্যনির্বাহী কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসনের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড.মোস্তাফিজুর রহমান বলেন,মসজিদটির নির্মাণ কাজ চলছে বিষয়টি সিটি মেয়র আজম নাছিরকে অবগত করলে মেয়র মূখ্যনির্বাহী কর্মকর্তা ড,মোস্তাফিজুর রহমানের কাছে এক লক্ষ টাকার চেক দেন। টিটিসি জামে মসজিদ একটি অবহেলিত মসজিদ।

 

দীর্ঘদিন ধরে এই সমজিদটি উন্নয়ন করা হচ্ছে না। যদিও মসজিদটি একটু ভিতরে পড়ে আছে হয়তো বা সেটি অনেকের দৃষ্টি গোচর হচ্ছে না। তার পরও এ মসজিদটিকে আরো উন্নয়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

তিনি আরো বলেন, এখানকার বৃত্তশালী ব্যক্তিরা এ মসজিদের উন্নয়নে এগিয়ে আসা একান্ত জরুরী বলে মনে করেন। মসজিদটির উন্নয়নে তিনি ভবিয্যতে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত