রাঙামাটিতে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 01 Jan 2018   Monday   

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় পার্টির জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আরফান আলী। সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আলহাজ মাওলানা শাহাজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য সচিব প্রজেশ চাকমা।

 

বক্তব্যে দেন রেজাউল করিম মিন্টু, নেয়াজ উদ্দীস সরদার, মোঃ আলাউদ্দিন, মোঃ মফিজ উদ্দীন, বিমল চন্দ্র চাকমা,আশোক তালুকদার, এমরান হোসেন এমরান, মোঃ হারুনুর রশীদ, সানু মারমা, মোঃ নাছের উদ্দিন, দেবী প্রসাদ দেওয়ান, বিটু দেওয়ান। এছাড়া অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বক্তব্যে দেন কবিতা ত্রিপুরা, আলোময় চাকমা, ইসমাইল হোসেন, মির্জা মাসুদ রানা, লোকমান হোসেন, কামরুল ইসলাম, চন্দন বড়ুয়া প্রমূখ।


সভা পরিচালনা করেন জেলা যুব সংহতির সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার। সাংগঠনিক বক্তব্যে পেশ করেন জেলা যুগ্ন আহ্বায়ক সুশান্ত দেওয়ান বাবুরাম।


আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ২৭ বছর ধরে এরশাদের নয় বছর শাসনামলে বাংলাদেশের জন্য একটি সোনালী অধ্যায় ছিল। তিনি সারা দেশে বেকার যুব সমাজের কর্মসংস্থান, ছিন্নমূল ছেলে-মেয়েদের জন্য পটকলি ট্রাষ্ট, যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, শিল্প প্রতিষ্ঠানে বৈদেশিক বানিজ্য প্রসার,আইন-শৃংখলাসহ স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, বিভিন্ন পেশাজীবি মহলের কর্মসংস্থান সৃষ্টি,শহর উন্নয়নে নাগরিক সুবিধা প্রদান এবং ৬৮ হাজার গ্রাম বাংলা মানুষের ভাগ্য উন্নয়নে উপজেলা পরিষদ বাস্তবায়ন করেছেন।


বক্তারা আরো বলেন, পার্বত্য সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে চিহিৃত করে সকল জাতিসত্বার অধিকার নিশ্চিত করার প্রয়াসে স্থানীয় সরকার পরিষদ প্রতিষ্ঠান করেছেন জাতীয় পার্টির প্রধান এরশাদ। যা বর্তমানে জেলা পরিষদ হিসেবে নামকরণ করা হয়েছে।


বক্তারা বর্তমান সময়ের প্রয়োজনে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষ ও নগরবাসী আগামী দিনে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সরকার গড়তে চায়। এ জন্য দলকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে প্রার্থীকে জয়যুক্ত করতে সবাকে ভূমিকা রাখার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত