রাঙামাটিতে আনসার ও ভিডিপি’র বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ

Published: 05 Jan 2018   Friday   

আনসার ও ভিডিপি’র ৩৮ তম জাতীয় সমাবেশ উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


জেলা জিনেসিয়াম চত্বরে আয়োজিত আনসার ও ভিডিপি’র সমাবেশে বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম সার্কেল অ্যাডজুড্যান্ট মোঃ মিজানুর রহমান চৌধুরী। এসময় বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহম্মদ আব্দুল আউয়ালসহ জেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের ভেদভেদীর আনসার ও ভিডিপি’র জেলা কার্যালয় থেকে শুরু করে জেলা জিমনেসিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এতে জেলার আনসার ও ভিডিপি’র সদস্যরা অংশ নেন।


সমাবেশে সার্কেল অ্যাডজুড্যান্ট মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেন, অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে আনসার ও ভিডিপি’র সদস্যরা পার্বত্য চট্টগ্রামের আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও আর্থ সামাজিক আগ্রগতিতে কাজ করে যাচ্ছে। তিনি নিজ নিজ এলাকায় মাদক নির্মূল,জঙ্গীবাদ দমন ও সন্ত্রানকে সমাজকে চির নির্মূল করতে সকল আনসার ও ভিডিপি সদস্যদের আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত