রাঙামাটিতে চ্যানেল আই `প্রকৃতি মেলা` উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Published: 06 Jan 2018   Saturday   

প্রকৃতি সংরক্ষণে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” প্রতিপাদ্য নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে রাঙামাটি রির্পোটার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। চ্যানেল আইয়ের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হিমেল চাকমা’সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

এর আগে শহরের হ্যাপির মোড় থেকে একটি র‌্যালী শুরু হয়ে রাঙামাটি রির্পোটার্স ইউনিটির সামনে গিয়ে শেষ হয়। 

 

আলোচনা সভায় বক্তরা বলেন, প্রকৃতিকে সংরক্ষণ ও পরিবেশকে বাঁচানোর পাশাপাশি রাঙামাটিতে ঘটে যাওয়া গত ১৩ জুনের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো অন্যান্য বিপর্যয় থেকে রক্ষা পেতে সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে।  প্রকৃতির ভয়াবহ বিপর্যয় রুখতে প্রকৃতি সংরক্ষণের কার্যকরী উদ্যোগ গ্রহন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

 

বক্তরা বলেন, সচেতনতার অভাবে বিপন্ন হয়ে উঠেছে প্রাণ ও প্রকৃতি। পার্বত্য জেলা তথা বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশের নানা উপাদান এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ, প্রকৃতি বাঁচাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর প্রকৃতি মেলার আয়োজন করে আসছে চ্যানেল আই ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত