খাগড়াছড়িতে ফের রোববার সকাল-সন্ধ্যা অবরোধ ডেকেছে ইউপিডিএফ

Published: 06 Jan 2018   Saturday   

নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নেতা মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে অবরোধ চলাকালে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও গুলি বর্ষনের প্রতিবাদে ফের রোববার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছে। 

 

শনিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কর্মসূচির ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফের অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাঁকে সংগঠনের নিয়ে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে শনিবার খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষনা করে। ঘোষিত কর্মসূচি পালনকালে প্রশাসনের বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ারসেল নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিং-এর সময় গুলি বর্ষন করে আইন-শৃংখলা বাহিনী। এই ঘটনার প্রতিবাদে রোববার খাগড়াছড়ি জেলায় এক দিনের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষনা করেছে। 


উল্লেখ্য, মিঠুন চাকমার হত্যার প্রতিবাদে শনিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষনা করেছিল ইউপিডিএফ। বুধবার খাগড়াছড়ির জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়ার বাসার সামনে থেকে তাকে ধরে নিয়ে গিয়ে পাইখাইয়াপাড়া সড়কের সুইচ গেইট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত