রাঙামাটিতে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ সভা

Published: 07 Jan 2018   Sunday   

রাঙামাটি জেলা পরিবার কল্যাণ কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম জনগণের দোর গোড়ায় পৌছে দেয়ার লক্ষে রোববার উপজেলা পর্যায়ের মাঠকর্মীদের নিয়ে দু’দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা পরিবার কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক বেগম শাহানওয়াজ ও রাঙ্গামাটি মা ও শিশু কেন্দ্রের এমওসিসি ডাঃ বেবী ত্রিপুরা। এসময় বিভিন্ন উপজেলার ওয়ার্ডের পরিবার কল্যাণ সহকারীসহ স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে যাতে প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত