অস্ত্র ছেড়ে দিয়ে মাঠে এসে জনগনের আস্থা অর্জন করুন- ফিরোজা বেগম চিনু এমপি

Published: 08 Jan 2018   Monday   

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু বলেছেন,আওয়ামীলীগ অস্ত্রের রাজনীতি করে না। আওয়ামীলীগ গণমানুষের রাজনীতি করে গণতন্ত্র বিশ্বাস করে এবং অসহায় মানুষের পাশে থাকার বিশ্বাস করে।

 

পার্বত্য চট্টগ্রামে যারা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছে তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন অস্ত্র ছেড়ে দিয়ে মাঠে আসুন। জনগনের আস্থা অর্জন করুন ও জনগনের পাশে আসুন। গুম,গুন,হত্যা কখনও রাজনীতিতে ভাল জিনিস নয়। রাজনীতি করতে হলে মানুষের পাশে দাড়াতে হবে, মানুষের সুখ দুখের সাথী হবে।


তিনি বলেন, অস্ত্র নিয়ে যারা ঘুরাফেরা করছে জনজীবনকে বিছিয়ে তুলছে তারা যেন বিবেচনা করে মানববিক কারণে মানুষের পাশে থাকে। জনগনের পাশে এসে পার্বত্য চট্টগ্রামের বিনির্মাণে তাদের একটা ভূমিকা থাকে।


সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত দুর্বৃত্তদের হাতে যুবলীগ নেতা খুন ও আহত পরিবারকে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে এককালীন অনুদানের চেক প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


অনুষ্ঠানে দুর্বৃত্তদের হাতে নিহত যুবলীগ নেতা অরবিন্দু চাকমার পরিবারকে ও আহত বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মারমা, মহিলালীগের নেত্রী ঝর্ণা খীসার পরিবারকে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে এককালীন সহায়তা হিসেবে আড়াই লাখ টাকার প্রদান করেন প্রধান অতিথি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত