দীঘিনালায় শীতার্থদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

Published: 09 Jan 2018   Tuesday   

খাগড়াছড়ির দীঘিনালায় হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত সহায় সম্বলহীন মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

   

মঙ্গলবার সকালে উপজেলার বাবুছড়া ৫১ বিজিবি সদর দপ্তরে পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে বিজিবি’র পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। বিভিন্ন গ্রাম থেকে আগত পাহাড়ী-বাঙ্গালী শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন ৫১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইকবাল হোসেন পিএসসি।

 

এসময় তিনি বলেন, দেশব্যাপী চলমান শৈত্য প্রবাহের প্রভাবে এই এলাকার সহায় সম্বলহীন লোকজন হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এসব শীতার্থ মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে বিজিবি।

 

তিনি আরো বলেন, আগামী দু’এক দিনের মধ্যে উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্থ মানুষের মাঝে আরও পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হবে। পরিশেষে সহায় সম্বলহীন শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি এলাকার জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত