মিঠুন চাকমা খুনের ঘটনায় জেএসএস (এমএন লারমা) ও নব্য ইউপিডিএফের শীর্ষ ১৭ নেতা আসামী

Published: 09 Jan 2018   Tuesday   

ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমা খুনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-পিসিজেএসএস (এমএন লারমা) ও সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

 খুনের এক সপ্তাহের মাথায় খাগড়াছড়ির আমলি আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন তার বড়  ভাই অনি বিকাশ চাকমা।

 

জানা যায়, মিঠুন চাকমার ঘটনায় মঙ্গলবার দুপুরে আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান মো: নোমান এর আদালতে মামলা দায়ের  করেন মিঠুনের বড় ভাই অনি বিকাশ চাকমা। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গন্য করতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।  এ মামলায় আসামী করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে, একই দলের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা, সদ্য গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক এর আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, সদস্য সচিব শ্যামল কান্তি চাকমা জলেয়াসহ ১৭জনের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে। আসামীদের সবাই জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ-গণতান্ত্রিক এর নেতা।

 

এদিকে কোর্টের মামলার ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান জানিয়েছেন, তিনি এ বিষয়ে এখনো কিছুই জানেন না।

 

উল্লেখ্য, গেল ৩ জানুয়ারি শহরের স্লুইচগেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ইউপিডিএফ এর নেতা মিঠুন চাকমা। ৫ জানুয়ারি লাশ দাহ করা হয়। এরআগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৭ থেকে ৮জনকে আসামী করে মামলা দায়ের করেছিল। তবে হত্যাকান্ডের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।  গেল ১৫ নভেম্বর মূল ইউপিডিএফ এর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ইউপিডিএফ-গণতান্ত্রিক নামে পাহাড়ে আরেকটি দলের আতœপ্রকাশ ঘটে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত