রাঙামাটিতে তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধন

Published: 11 Jan 2018   Thursday   

বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে তিন দিনব্যাপী জেলা উন্নয়ন মেলা শুরু হয়েছে।

 

কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়াম্যান বৃষকেতু চাকমা, রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রাণেনেন্দু চাকমা জেলা প্রশাসক মানজারুল মান্নান প্রমুখ।

 

এর আগে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান ওশষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।  এ উন্নয়ন মেলায় ৭০টি স্টল অংশ নিয়েছে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,  পার্বত্যাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। তাই পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য আলাদা মন্ত্রাণালয় গঠন করেছেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের উন্নয়ন হয়েছে অনেক। সবাই এই উন্নয়নের অর্জন সবার। এই উন্নয়নকে তুলে ধরতে  এ উন্নয়ন মেলার আয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত