পাহাড়ি-বাঙ্গালীর সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে উন্নয়নও তত ত্বরাম্বিত হবে-খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

Published: 15 Jan 2018   Monday   

খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহামুদ বলেছেন, পাহাড়ি-বাঙ্গালীর সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে উন্নয়নও তত ত্বরাম্বিত হবে। সম্প্রীতির বন্ধন রেখে কাজ করলে পানছড়ি আরো এগিয়ে যাবে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে পাহাড়ের সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে এগিয়ে যাওয়ার মূল শক্তি সম্প্রীতির বন্ধন।

 

পানছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলার শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহামুদ, খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল জি এম সোহাগ, পানছড়ি সাব জোনের সাবেক অধিনায়ক মেজর মো: রফিকুল ইসলাম, বর্তমান অধিনায়ক মেজর মাহি আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকতৃ(ওসি) মো: মিজানুর রহমান প্রমূখ। সভা সঞ্চালনা করেন শিক্ষক সুলতান মাহমুদ।

 

পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে গেল ১১ জানুয়ারী পানছড়ি উপজেলা পরিষদ মাঠে ৪২ টি স্টল নিয়ে শুরু হয় এবং ১৩ জানুয়ারী শেষ হয়। সমাপনী দিন শনিবার বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্বিতীয় এবং শিক্ষা অফিস ও মৎস্য অফিস যৌথভাবে তৃতীয় স্থান লাভ করে।  বিশেষ ক্যাটাগরি ষ্টলের পুরষ্কার লাভ করে ৩নং সদর পানছড়ি ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত